ভাষা শহীদদের প্রতি ৪৭নং মনারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলি

স্টাফ রিপোর্টার :-
বন্দর উপজেলার ৪৭নং মনারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভর্নিং বোর্ডের সভাপতি। ধামগড় ৯নং ওয়ার্ডের আমজাদ হোসেন (মেম্বার) এর নেতৃত্বে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে উক্ত বিদ্যালয়ে নতুন শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি পুষ্প অর্পন করেন
এসময় উপস্থিত ছিলেন মনারবাড়ীর জাতীয় পাটির আনোয়ার নেতা সহ গ্রামের মুরুব্বী, যুব সমাজ, অভিবাবকসহ সকল শ্রেনী পেশার মানুষ
স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতিবছর অমর একুশের শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। ১৯৫২-এর ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাথা।
’৫২-র একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।
শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে ‘একুশে ফেব্রুয়ারি’।