মদনপুরে পরিবহন চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ২

আজকের বাংলাদেশ রিপোর্ট:
মদনপুরে যাত্রীবাহী অটোরিক্সা থেকে চাঁদাবাজি করার সময় ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একাটি অভিযান দল।
বুধবার (২ অক্টোবর) বিকালে সোনারগাঁ থানার মদনপুর চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী অটোরিক্সা থেকে চাঁদাবাজি করার সময় ঐ ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. নজরুল ইসলাম (২০) ও মো. শামীম মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এ অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, একটি চাঁদাবাজ চক্র সোনারগাঁ থানার মদনপুর চৌরাস্তা এলাকায় চলাচলরত যাত্রীবাহী অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
তিনি আরও জানান, স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে জানা যায়, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত আসামাীরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।