মুজিববর্ষ উপলক্ষ্যে বেগম নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের ক্রীড়া উৎসব উদযাপন

রাশেদুল হাসান অভিঃ
১৫ জানুয়ারি (বুধবার) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষ্যে বন্দরের লক্ষণখোলা এলাকায় বেগম নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী প্রকৌশলী স্বপ্নীল দাশ নিলয়ের নির্দেশনায় সংগঠনটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের আয়োজনে এক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও নৈশভোজের আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না’গঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি অনাবিল নির্ঝর এবং স্থানীয় স্বনামধন্য গ্যালাক্সি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক হোসাইন অনিক।
আয়োজনটির সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি রোমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি সানি হাসান ও সাধারণ সম্পাদক সিহাব হোসেন।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি রাকিব হোসেন, মনির হোসেন মুন্না, সাগর হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, শাকিল হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয় হোসেন, তরিকুল ইসলাম রোহান, রাইসূল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সিয়াম, প্রচার সম্পাদক রিজভী সাউদ, উপ-প্রচার সম্পাদক রনি সরকার, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিহান সাউদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তাহের আলী, সাংস্কৃতিক সম্পাদক নাঈম হোসেন শাওন, আপ্পায়ন সম্পাদক মোঃ আ-আমিন, সমাজকল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য রায়হান, জুবায়ের, মেহেদী ও উল্লাস সহ অনেকে।
উক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে প্রতি দলে ২জন করে মোট ১৬জন ৮টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন যথাক্রমে অনাবিল নির্ঝর ও আলমগীর, হোসাইন অনিক ও দিহান সাউদ, আল-আমিন ও ভুবন, মাহমুদুল হাসান জনি ও রিয়াজ আহমেদ, তালহা সাইফ ও সানি, বুলবুল রহমান ও তাহের আলী, ঈশাকুর রহমান ও হৃদয়, জয় সাউদ ও আজমীর হাসান।
২ শতাধিক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই টুর্ণামেন্টে বিজয়ী হয় ঈশাকুর রহমান ও হৃদয় এবং রানার্স-আপ হয় তালহা সাইফ ও সানি এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে নৈশভোজ(বিরিয়ানি) পরিবেশন করা হয়।