রাজনীতি বা দলবাজি করতে আসিনি: এসপি হারুন

আজকের বাংলাদেশ রিপোর্ট:
জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মানুষ যেন কষ্টে না থাকে সে কাজই আমরা করে যাচ্ছি। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন স্বস্তিতে থাকে। আমরা মানুষকে সেবা দিতে এসেছি রাজনীতি বা দলবাজি করতে আসিনি। আমরা কোন দলবাজি বা গ্রুপিং করছি না।’
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা চাঁদাবাজ, সন্ত্রাসীকে গ্রেফতার করছি। এখন সে চাঁদাবাজ, সন্ত্রাসী কারোর আত্মীয় হতেই পারে কিন্তু আমি তাদেরকে কেবল সন্ত্রাস ও চাঁদাবাজ হিসেবেই ট্রিট করবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান। জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ।