রূপগঞ্জে কুট্টি হত্যা মামলার আরেক আসামী গ্রেপ্তার

আজকের বাংলাদেশ রির্পোট:
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার পলাতক আসামী খলিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খলিল মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ফজলুল হকের ছেলে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম জানান, গত ২৬ জুন ভোরে পশ্চিমগাঁও এলাকায় হাটতে বের হলে সন্ত্রাসীরা চাপাতি কুপিয়ে হত্যা করে বিউটি আক্তার কুট্টিকে। এই মামলার ৫ নম্বর আসামী খলিল মিয়া।
এ মামলার আসামী খলিল মিয়া দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে খলিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। খলিল মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ইউপি সদস্য কুট্টি হত্যা মামলার মোট ৯ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।