রূপগঞ্জে কুট্টি হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার পলাতক আসামি শমসের আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শমসের আলী চনপাড়া প্রনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের হাসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক জানান, গত ২৬ জুন ভোরে পশ্চিমগাঁও এলাকায় হাটতে বের হলে সন্ত্রাসীরা বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃত শমসের ঐ মামলার ৩ নম্বর আসামি। মামলার পর থেকে শমসের পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শমসের আলীর বিরুদ্ধে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিসহ চারটি হত্যা মামলা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ডজন খানেক মামলা রয়েছে।