রূপগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
রূপগঞ্জে সিরাজ ফকির (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার দাবি করছে বিষয়টি আত্মহত্যার ঘটনা। তবে বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত সিরাজ ফকির শরিয়তপুর জেলার নরিয়া থানার দাশে হাওলাদারকান্দি এলাকার মৃত করিম বক্সের ছেলে। তিনি বর্তমানে গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘ ১০ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, নাগেরবাগ এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে পৌছে বৃদ্ধের লাশ উদ্ধার করেন। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানান। স্থানীয়রা জানান, বৃদ্ধ সিরাজ ফকিরকে হত্যার পর ঝুলিয়ে রাখা হযেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ বলা যাবে।