শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসার শিশু ছাত্র ইয়াছিনের মৃত্যু

আজকের বাংলাদেশ রির্পোট:-
শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে ইয়াছিন (৬) নামে এক মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় বন্দরে মাহমুদনগরস্থ ইনসি সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন সিটি কর্পোরেশন কর্তৃক র্নিমিত ঘাটলায় এ ঘটনাটি ঘটে। বন্দর থানার ওসির একান্ত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টায় উক্ত ঘাটলার সামনে রাখা ড্রেজারের নিচ থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত ক্ষুদে শিক্ষার্থী ইয়াছিন বন্দর থানার মাহমুদনগর এলাকার দিনমজুর জাকির হোসেন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা ছাত্র ইয়াছিন মাহমুদনগরস্থ ইনসি সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন সিটি কর্পোরেশন কর্তৃক র্নিমিত পাকা ঘাটলায় গোসল করতে আসে। ওই সময় ইয়াছিন পাকা ঘাটলা থেকে পা ফসকে শীতলক্ষা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বন্দর থানার ওসির একান্ত প্রচেষ্টায় ডুবুরি দলের সহযোগিতায় রাত সাড়ে ১২টায় ড্রেজারের নিচ থেকে উক্ত লাশ উদ্ধার করে। মাদ্রাসা ছাত্র ইয়াছিনের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।