সাবদীতে ব্রহ্মপুত্র নদী থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

আজকের বাংলাদেশ রির্পোট :-
বন্দরে এক অজ্ঞাত (৩০) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাবদী হাজরাদী এলাকায় ব্রহ্মপূত্র নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম জানান, উপজেলার কলাগাছিয়া ইউপির সাবদী হাজরাদী এলাকায় দিয়ে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ব্রহ্মপুত্র নদীতে কচুরি পানার সঙ্গে হাফপ্যান্ট পরিহত একটি অর্ধগলিত লাশ ভাসছিল। নদীতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মনে করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের। এবং অন্যকোনো স্থান থেকে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে। ভাসতে ভাসতে সাবদী এলাকায় কচুরিপানার সঙ্গে আটকা পড়ে। পরিচয় জানার চেষ্টা চলছে।