সোনারগাঁওয়ে ফাহিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আজকের বাংলাদেশ রিপোর্ট :-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফাহিমা বেগম নামের ২ শন্তানের জননীকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
গত ১২ই আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফাহিমার ২য় স্বামী মনির হোসেন তার বোন শারমিন এবং মনিরের পরিবার ফাহিমাকে হত্যা করেছে বলে জানায় ফাহিমার ছেলে ফরহাদ ও মেয়ে জাকিয়া।
নিহত ফাহিমার ছেলে ফরহাদ জানায়, গত বুধবার রাত আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে আমার মা ফাহিমাকে ঘর থেকে ডেকে বাড়ীর উঠানে কথা বলে আমার মায়ের ২য় স্বামী মনির হোসেন,তার বোন সারমিন ও বোন জামাই কামাল হোসেন। আমিও মায়ের সাথে উঠানে বের হলে। পরবর্তীতে আমাকে তারা ঘরে সুয়ে থাকতে বলে। আমি ঘরে চলে গেলে।সকালে লোকজন এসে হৈ-হুল্লোড় করে বলে আমার মাকে নাকি মেডিকেলে পাঠানো হয়েছে। রাতে আমার মাকে তারা তিনজন এবং আরও লোকজন মিলে হয়তো তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। আমি আমার মা হত্যার বিচার চাই।
এ বিষয়ে সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিন্তু পরিবার এবং এলাকাবাসীর দাবী এটা কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না।এটা পরিকল্পিত হত্যা।
গতকাল সকালে ফাহিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।