সোনারগাঁয়ে এসআই মনিরুল এর সহায়তায় ঠিকানা খুঁজে পেলেন বৃদ্ধ বাবা

রাকিবুল হাসান :-
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কলতলা পাড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ভরণপোষণের দায়িত্ব সন্তানদের হাতে তুলে দিলেন এসআই মনিরুল। সরেজমিনে গিয়ে জানা যায়, আবদুল মালেক বলেন আমার তিন সন্তান, তিন ছেলে ও তিন মেয়ে, বড় দুই ছেলে মোহাম্মদ আলী (৪৭) ও বনিআমিন মাসুদ (৩৫) আমার কোন ভরনপোষণ ও খেয়াল খবর রাখেনা এবং আমার কথা মেনে চলেনা, অপরদিকে আমার ছোট ছেলে আমিনুল ইসলাম (২৫) আমার সম্পুর্ন ভরনপোষণ করে। এমতাবস্থায় আমার ছোট ছেলে, একটি মুরগির ফার্ম নির্মাণ করতে চাইলে আমি আমার সম্পত্তি দেখিয়ে দেই, তার মুরগি ফার্ম নির্মাণ করার জন্য। তখন আমার দুই ছেলে বাধা দেয় এবং আমার ছোট ছেলে ও তিন মেয়েসহ তার পরিবারের সকলকে মারধর করবে এবং আমাকে ও আমার পরিবার সকলকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আমি তাদের হাত থেকে বাঁচার জন্য, সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করি অভিযোগের প্রেক্ষিতে আমার সোনারগাঁ থানার এ এসআই মনিরুল আমার বাড়িতে আসেন এবং আমার সন্তানদের সাথে কথা বলে আমাদের সমস্ত সমস্যার সঠিক সমাধান দেন এখন আমরা তার সমাধানে সুন্দরভাবে জীবন যাপনএ সময় তিনি আরো বলেন পুলিশ সত্যি জনগণের বন্ধু মানুষের যে কোন বিপদ আপদে পুলিশের শরণাপন্ন হলে অবশ্যই পুলিশ তার সঠিক বিচার সমাধান দিয়ে থাকেন এসআই আমিনুল মনিরুল মনিরুল এর মত পুলিশ হলে সব সমাজে সুশৃংখল বজায় থাকবে।