স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না আরাফাতের

আজকের বাংলাদেশ রিপোর্ট:
স্কুল থেকে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় আরাফাত হোসেন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগ এলাকার রেলওয়ের কর্মচারী নজরুল ইসলামের ছোট ছেলে। সে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্কুলের অভিভাবক সদস্য নাসির উদ্দিন জানান, অজ্ঞাত ট্রাক আরাফাতকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আরাফাত ঘটনাস্থলেই মারা যায়। আরাফাত স্কুলের মেধাবী ছাত্র ছিলো। আমি ঘাতক ট্রাক চালকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।