স্ত্রীকে ছুড়িকাঘাত করলো স্বামী, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আজকের বাংলাদেশ রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে পরিবারিক কলহের জের ধরে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করায় স্বামী সোহাগ (৩৫)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত স্ত্রী দুই সন্তানের জননী মুন্নি আক্তারকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
আকটকৃত স্বামী সোহাগ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকার ফজলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে হালিম মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহাগ তার স্ত্রী মুন্নি আক্তারের পেটে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় স্বামী সোহাগকে আটক করা হয়েছে।