এখনো শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন

আজকের বাংলাদেশ রিপোর্ট:
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী, বিজিপি, উগ্রপন্থি রাখাইন যুবকদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। মিয়ানমারের সম্মতির পর রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাসহ (ইউএনএইচসিআর) বিভিন্ন এনজিওর সমন্বয়ে এ কার্যক্রম শুরু হয়। তবে তার আগে নিজ দেশে ফিরতে চায় কিনা তা মিয়ানমারের রোহিঙ্গাদের কাছে জানতে চাইবে ইউএনএইচসিআর।
এ লক্ষে ২০ আগস্ট রোহিঙ্গাদের ওপর করা নির্যাতনের বর্ণনা শুনতে উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মিয়ানমার তদন্ত প্রতিনিধিদল।
মিয়ানমারের সম্মতির পর আজ বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। তবে তৃতীয় দিনের মতো তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার চলছে। বেলা ১১টা পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়নি।
এর আগে গত দুদিনে ২৩৫ পরিবারপ্রধানের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
শালবাগান ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রত্যাবাসন শুরু হয়নি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাসহ (ইউএনএইচসিআর) বিভিন্ন এনজিওর সমন্বয়ে এ কার্যক্রম চলবে।
এদিকে তৃতীয় দিনের মতো তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার চলছে বলে জানান তিনি।