ধামগড় পুলিশ ফাঁড়ীর পক্ষ থেকে এস আই নাহিদ মাসুমের বন্দরবাসীকে ঈদ শুভেচ্ছা

সুমন হাসান ; আজকের বাংলাদেশ রির্পোট :-
বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ীর এস আই নাহিদ মাসুম বাপ্পি বন্দরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান । সকলকে ”ঈদ মোবারক”। ঈদ বয়ে আনুক আপনাদের জীবনে সুখ, শান্তি এবং অনাবিল আনন্দ। ধনী গরিব ধর্ম বর্ণ ভেদাভেদ ভূলে সকলে মিলে মিশে ঈদের আনন্দ উপভোগ করুন এবং পুলিশকে সহযোগীতা করুন। শান্তি ও সুষ্ঠ ভাবে ঈদের পবিত্রতা রক্ষা করে সকলকে ঈদের আনন্দ উপভোগ করতে উৎসাহ প্রদান করেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে সকলের সু-স্বাস্থ্য কামনা করছি।