নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাত

রাশেদুল হাসান অভিঃ-
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্ধ নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহের সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার সকালে এ সাক্ষাতে মিলিত হন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্ধ । অবহেলিত নির্যাতিত মানুষের পাশে আমরা। এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া মানুষের কল্যানে কাজ করা এই মানবাধিকার সংগঠনটি। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সংগঠনটির সাফল্য কামনা করেন। সেইসাথে তিনি জনগনের জন্য কাজ করতে সংগঠনের নেতৃবৃন্ধকে আহবান করেন। এই সময় উপস্থিত ছিলেন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারী, ভাইস-চেয়ারম্যান- মোঃ লিটন খান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারন সম্পাদক মোঃ মামুন ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আসাদুর রহমান সানী, বন্দর থানা কমিটির সভাপতি সাংবাদিক এস এম শাহিন, সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদুল হাসান অভি ও সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ।এছাড়া, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদের সাথে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্ধ সাক্ষাত করেন।