প্রিয়,তুমি এসো…….

আজকের বাংলাদেশ, সোহানুর রহমান সোহান:-
প্রিয়,
তুমি এসো লাল টুকটুকে শাড়ী পড়ে,
আমি আসবো বরং নীল পাঞ্জাবীটা পড়ে।
একগুচ্ছ লাল-গোলাপ হাতে নিয়ে তোমার অপেক্ষার প্রহরে,
দাঁড়িয়ে থাকবো আমি কোন এক নির্জন রাস্তার মোড়ে।
কাজল রাঙা তোমার আখি তাকিয়ে দেখবো যখন,
হয়তো বা সেই মায়াজলে ডুবে যাবো তখন।
প্রিয়,
তুমি এসো রঙ-বেরঙের চুড়ি পড়ে,
আমি বরং রাখবো আমার হাতটা তোমার চুড়ির ভাজে।
তুমি এসো আলতা রাঙা পায়ে,
ঝনঝন-ঝন বাজবে নুপুর তোমার দুটি পায়ে।
তোমায় নিয়ে যাবো আমি শান্ত নদীর তীরে,
শুনবো দুজন গাইবে গান ক্লান্ত মাঝি ভাইয়ে।
বিকেল বেলার সেই আকাশে যদিও বৃষ্টি নামে,
টুবটুব-টুব সেই বৃষ্টিতে ভিজবো দুজনে।
প্রিয়,
তুমি আসবে তো;আমি কিন্তু আশায় রবো,
তোমার হাতে হাত রেখে কিছুটা পথ পাড়ি দিবো।