বন্দরের সর্বস্তরের সবাইকে ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ইন্সপেক্টর তারিকুল আলম জুয়েল

আজকের বাংলাদেশ রির্পোট :-
মাস ঘুরে বছর, আর বছর ঘুরে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের মাধ্যমে যাতে ত্যাগের মহিমায় প্রতিটি মুমিনের জীবন মহিমান্বিত হতে পারে সেই কামনাই করেছেন বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ
ইন্সপেক্টর তারিকুল আলম জুয়েল। এ বিশেষ আনন্দ ও ত্যাগের উৎসব উপলক্ষ্যে তিনি সাংবাদিকদের জানান ‘বন্দরের সর্বস্তরের সকলকে, তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আযহার বিশেষ শুভেচ্ছা ও আন্তরিক আভিনন্দন জানাচ্ছি। আর এই ঈদে মুসলিম উম্মাহর প্রতিটি ঘর ভরে উঠুক ঈদের অনাবিল আনন্দে ও নতুন প্রত্যয়ে জেগে উঠুক সকলে এই কামনা করছি। কোরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলবেন না, এতে পরিবেশ নষ্ট হয়। নির্দিষ্ট জায়গায় ফেলুন। ঈদে বাড়ীর বাইরে বা দূরে কোথাও বেড়াতে গেলে অবশ্যই ভালভাবে নিজ বাসা তালাবদ্ধ করে যাবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করা হচ্ছে। কেউ কোন গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করুন, কারণ আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে এবং কোনরূপ ব্যতিক্রম কিছু দেখলে আইন নিজ হাতে তুলে না নিয়ে পুলিশের সহায়তা নিন। আর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, বছরে এই সময়টাতে এই প্রকোপ দেখা যায়। তাই সুস্থ থাকতে আশেপাশের ময়লা আবর্জনা, যেখানে পানি জমে সেগুলো পরিস্কার রাখা আমাদের দায়িত্ব। সর্বোপরি আপনার ও আমার সচেতনতাই আমাদের সুস্থ রাখতে পারে। আসুন গুজবে বা ডেঙ্গুর ভয়ে আতংকিত না হয়ে সচেতন হই। দেশটাকে ভালভাবে গড়ে তুলি।