বন্দরে স্বামীর বাড়ী হতে হ্যাপী আক্তার নিখোঁজ

আজকের বাংলাদেশ রির্পোট(সুমন হাসান):-
বন্দরে একরামপুর ইস্পাহানী রব সিকদারের পুরাতন বাড়ীর ভাড়াটিয়া মোঃ লিটনের পুত্রবধু হ্যাপী আক্তার নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬/০৭/১৯) বিকেল সাড়ে ৩ টায় বাসা হতে কাউকে কিছু না বলে বের হয়ে বাসায় ফিরে আসে নাই। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে না পেয়ে শনিবার দুপুরে স্বামী মোঃ রফিকুল ইসলাম রনি বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি করে। জিডি নং-১১৬০, তাং-২৭/০৭/১৯ ইং,। কোন সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটির সন্ধ্যান পান তাহলে ০১৭৯১০১৭৯৩৩ নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজের স্বজনরা।