বন্দরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-৩

আজকের বাংলাদেশ রির্পোট:-
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপপ্তার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দর বাজার ও শাহী মসজিদ এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ধৃত ৩ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে ২০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে। যার মামলা ৮৩(৭)১৯ ও ৮২(৭)১৯ ৮৪(৭)১৯।
ধৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর কুমাড় পাড়া ভূইয়াবাড়ি ভাড়াটিয়া জাফর মিয়ার ছেলে হেরোইন ব্যবসায়ী মোহাম্মদ জনি (৩৫) ও শাহী মসজিদ বউ বাজার এলাকার রফিক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মাহাবুব (২৩) এবং সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে বাবু (২৩)। ধৃতদের বুধবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।