মৃত্যু সংবাদের ভূল তথ্য মাইকে আহ্বান

আজকের বাংলাদেশ রির্পোট :-
নারায়ণগঞ্জ বন্দরে মৃত্যু সংবাদের ভূল তথ্য ঈমামকে দিয়ে মাইকে আহ্বান করিয়ে গুজব ছড়ানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৩আগষ্ট সন্ধ্যায় বন্দর হাফেজীবাগ জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।
জানাগেছে,নুরবাগ এলাকার আবুল মিয়ার ছেলে রাসেল বন্দর হাফেজীবাগ প ঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের মিয়ার বাড়িতে গিয়ে তার ছোট ভাই রায়হান ঢাকা একটি ক্লিনিকে মারা গেছে বলে মসজিদের মাইকে আহ্বান করার অনুমতি চায়। পরে সে হাফেজীবাগ মসজিদ এলাকায় এসে কান্নাকাটি করে ওই মসজিদের ঈমামকে হাতে পায়ে ধরে মসজিদের মাইকে মৃত্যুর গুজব সংবাদ মাইকে আহ্বান করায়। পরে এলাকাবাসী মিথ্যা সংবাদ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে তাকে গালমন্দ করে ও পুলিশে ধরিয়ে দিবে বলে শাসিয়ে ছেড়ে দেয়।
এ ব্যাপারে হাফেজীবাগ প ায়েত কমিটির সভাপতি আলহাজ¦ আবুল খায়ের জানান,নুরবাগ এলাকার বুইট্রা আবুলের ছেলে রাসেল তার ভাই রায়হান মারা গেছে বলে মাইকে আহ্বান করতে বলে কিন্তু পরে খবর নিয়ে দেখি তার ভাই মারা যায় নাই। মৃত্যু সংবাদ বললে তো আর না করা যায়না। পরে এলাকাবাসী তাকে শাসিয়ে ছেড়ে দেয়। আসলে বুইট্রা আবুলের ছেলে রাসেল জঘন্ন খারাপ লোক। এদের প্রশাসনের কাছে সোপর্দ করা দরকার।
এ ব্যাপারে হাফেজীবাগ এলাকার বাসিন্দা যুবলীগনেতা আলী হোসেন বলেন,নুরবাগ এলাকার বুইট্রা আবুলের ছেলে রাসেল খারাপ ও পাগল প্রকৃতির লোক। কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে এ কাজ করেছে। তার শাস্তি হওয়া দরকার ছিল।