দৈনিক সংবাদচর্চা’য় বার্তা সম্পাদক পদে আনোয়ার হাসান

স্টাফ রির্পোটার :-
নারায়ণগঞ্জের একমাত্র ৮ পৃষ্ঠার পত্রিকা দৈনিক সংবাদচর্চায় যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হাসান। গত ১ জুলাই থেকে তিনি এ পত্রিকার বার্তা সম্পাদক এর দায়িত্ব গ্রহণ করেছেন।
আনোয়ার হাসান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দেশের আলো’তে। কিছু দিন সাপ্তাহিক নয়া পদক্ষেপ এর ব্যুরো চীফ এর দায়িত্ব পালন করেন। এরপর তিনি বেসরকারী টেলিভিশন ইসলামিক টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরই মধ্যে সকাল বার্তা প্রতিদিন বের হলে বার্তা সম্পাদক এর দায়িত্ব নেন তিনি। ২০১৭ সালে দৈনিক যুগের চিন্তা’য় যোগ দিয়ে পরে বার্তা সম্পাদক এর দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন পর্যন্ত ওই পদে কাজ করে তিনি নিজের ইচ্ছায় চাকরী ছেড়ে ১ জুলাই থেকে দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
তাকে সংবাদ সংক্রান্ত সব কাজে সহযোগীতার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খাঁন।